শাহেদ মিজান, সিবিএন:
উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে মাদক সেবনকে কেন্দ্র করে স্বামী, স্ত্রী ও শ্যালিকাসহ তিনজন খুন হয়েছেন।
শুক্রবার ইফতারের আগে কুতুপালং ক্যাম্প ২ এর ডি-৭ ব্লকে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, স্থানীয় আলী হোসেনের পুত্র নূর সালাম (৩৯), তার স্ত্রী মরিয়ম বেগম (৩৫) ও তার শ্যালিকা হালিমা খাতুন (২৬)।

পুলিশের দেয়া তথ্য মতে, নূর সালামের মাদক সেবন নিয়ে স্ত্রীর সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। ক্ষিপ্ত হয়ে স্বামী নূর সালাম স্ত্রী মরিয়ম বেগমকে দা দিয়ে এলোপাতাড়ি কোপায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্য হয়।

খবর পেয়ে শ্যালিকা হালিমা খাতুন এগিয়ে আসে। এসময় নূর সালাম ও শ্যালিকা  দা ও কাঁচি একে অপরকে কোপায়। এতে ঘটনাস্থলেই মারা যান নূর সালাম। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে শ্যালিকা হালিমা খাতুনকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এই ঘটনায় পুরো এলাকায় একটি ভীতিকর পরিস্থিতি তৈরি  হয়েছে। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা।

উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সঞ্জুর মোরশেদ বলেন, ঘটনাস্থল থেকে লাশ গুলো উদ্ধার করে কক্সবাজার মর্গে প্রেরন করা হয়েছে৷ এ নিয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে তিনি জানিয়েছেন।