বলরাম দাশ অনুপম : কৃষ্ণকলি ইনু গ্রুপের উদ্যােগে শুরু হয়েছে অনলাইন ভিত্তিক পবিত্র গীতাপাঠ ও সংগীত প্রতিযোগিতা।

তৃণমুল পর্যায়ে গীতার আদর্শ পৌঁছে দেয়ার উদ্দেশ্য মূলত এই প্রতিযোগিতা। বুধবার রাতে বৈষ্ণব প্রবর অপু কৃষ্ণ দাশের সভাপতিত্বে অনুস্টিত উক্ত প্রতিযোগিতায় বিচারক হিসেবে রয়েছেন বৈষ্ণব লোকনাথ, স্যার অমিত রায় ও বৈষ্ণব ঠাকুর বাবুল কৃষ্ণ। অনুষ্টানের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন কৃষ্ণকলি ইমু গ্রুপের কর্ণধার রোমেল মজুমদার, বিপ্লব মজুমদার, পাখি প্রমুখ। ১ম রাউন্ডের ফলাফল আগামীকাল শুক্রবার সকাল ১০টায় কৃষ্ণ কলি Facebook পেইজ এবং ইমু গ্রুপে প্রকাশ করা হবে।

কৃষ্ণ কলি ইমু গ্রুপের অন্যতম উদ্যোত্তা রোমেল মজুমদার জানান, আমাদের এই অনলাইন প্রতিযোগিতার মূল বিষয় হচ্ছে মানুষকে গীতামুখি করা। যাতে করে অামাদের সমাজটা একটি গীতাময় সমাজ হয়ে উঠে। সেজন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।