আলাউদ্দিন, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় কড়াকড়ি লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরিধান, সরকারি নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়।

বুধবার (২১ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪৭টি মামলায় ১ লক্ষ ৩০ হাজার ৮শ টাকা জরিমানা করা হয়।

এ অভিযানের নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট খোরশেদ আলম চৌধুরী।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু জানান, সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে উপজেলার বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরিধান, সরকারি নিষেধাজ্ঞা ও বিধিবিধান প্রতিপালনে এ জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

এসময় অভিযানের সঙ্গীয় ফোর্স হিসেবে ছিলেন থানা পুলিশের টিম, লোহাগাড়া শহর উন্নয়ন কমিটি সদস্য সচিব মিজানুর রহমান মিজান উপজেলা ভূমি অফিসের নাজির সমির চৌধুরীসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন ।