ফেসবুক কর্ণার:
রংপুরের এক বাবার প্রানপ্রিয় সন্তানের করোনা পজিটিভ। প্রিয় সন্তানকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল থেকে কুয়েত মৈত্রী হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু সমস্যা বাঁধলো ছেলেটিকে অ্যাম্বুলেন্সে উঠাইতে হবে স্ট্রেচারে করে। কোনো স্ট্রেচারও নাই এমন কি সেখানে একজন নার্স বা হাসপাতাল কর্তৃপক্ষও এগিয়ে আসে নাই,আক্রান্ত হবার ভয়ে! এমতাবস্থায় উপায়ন্তর নাপেয়ে বাপ নিজেই তার পোলারে কোলে তুইলা কইলো,-
“আরে বেটা ভয় কিসের! এই দেশ মইরা গেছে, কিন্তু তর বাপ এখনো বাঁইচা আছে!”
এই সেই হিরু বাবা। বাবারা এমনই হিরু হয়ে বাবার আসনটা বারবার উজ্জল করে। স্যালুট বাবা।

-Md. Mosheraf নামক একজনের ফেসবুক টাইমলাইন থেকে।

(এটা ২০২০ সালের ১ম করোনা কালিন সময়ে এ ছবিটি মানুষকে প্রচন্ড আলোড়িত করেছিল।-সিবিএন)