ইমাম খাইর, সিবিএনঃ
করোনাকালে স্বাস্থ্যবিধি না মেনে অবাধ চলাফেরা করায় পৃথক অভিযানে ১২ জনকে ২,৬০০ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের মোবাইলকোর্ট।

রবিবার (১৮ এপ্রিল) সকালে কক্সবাজার শহরের বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা ও মুনমুন পাল অভিযানে নেতৃত্ব দেন।

এসময় জেলা পুলিশের একদল সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

লকডাউনের পঞ্চম দিনের অভিযানে নেতৃত্বদানকারী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা সিবিএকে বলেন, স্বাস্থ্যবিধি মানতে উদ্বুদ্ধমূলক প্রচারণা ও নিয়মিত অভিযানের পরও অনেকে সরকারি নির্দেশনা মানছে না। যারা বিধিনিষেধ অমান্য করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, লকডাউনের পঞ্চম দিনে পৃথক অভিযানে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ১২ জনকে ২,৬০০ টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় স্বাস্থ্যবিধি মানতে জনগণকে সতর্ক ও উদ্বুদ্ধ করা হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা।