প্রদীপ শর্মা প্রান্ত :
রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নে বিচারের নামে ডেকে নিয়ে ২ সংখ্যালঘুকে নির্যাতনের অভিযোগপাওয়া গেছে। অভিযোগকারীরা হচ্ছেন উখিয়া উপজেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুমন শর্মা ও হলদিয়া পালং ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আপন শর্মা। ১৬ এপ্রিল আবদুল হক কোম্পানীর বাসায় নিজে এই নির্যাতন চালান বলে তারা জানান।
জানা যায়, মাস খানেক আগের একটি টমটম দূর্ঘটনার মিমাংসা করতে বিচারের নামে নিজ বাসায় ডেকে নিয়ে যায় আবদুল হক কোম্পানী। সুমন শর্মা ও আপন শর্মা উপস্থিত হলে কিছু বুঝে উঠার আগেই লাঠি দিয়ে আকস্মিক মারধর শুরু করে।
এই ঘটনায় নিন্দা জানিয়েছে উখিয়া উপজেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও সদস্যরা। তারা এই ন্যাক্কার জনক হামলার সুষ্ঠু বিচার দাবি করেন।
এই ব্যাপারে সংখ্যালঘু নির্যাতনে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেন সাবেক ছাত্রলীগনেতা আপন শর্মা।
এ ব্যাপারে আবদুল হক কোম্পানীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও সংযোগ না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।