ইমাম খাইর, সিবিএন:

পবিত্র রমজানে নিত্যপণ্যের বাজারের কোন স্থিতিশীলতা নেই। লাফিয়ে বাড়ছে প্রায় সব পণ্যের দাম। নিম্নআয়ের মানুষগুলো কষ্টে রয়েছে। করোনাকালে অসহায় লোকদের দেওয়া হয় নি কোন ধরণের সহায়তা ও প্রণোদনা।

এদিকে, পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকি অভিযান চালিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন।

এ সময় অতিরিক্ত মূল্য আদায় ও পণ্যের মূল্যতালিকা না রাখায় সাত ব্যবসা প্রতিষ্ঠানকে পৃথক অভিযান সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১৬ এপ্রিল) শহরের প্রবেশদ্বার এ লিংক রোড, বিজিবি ক্যাম্প এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে দণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

তিনি বলেন, রমজানের পবিত্রতা রক্ষার্থে ব্যবসায়ীদের পণ্যের দাম অতিরিক্ত না দিতে প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেয়া আছে। অনেকে এই আদেশ মানছে না। ইচ্ছে মতো নিচ্ছে নিত্যপণ্যের দাম।

এ রকম ৭টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও দন্ডবিধি ১৮৬০ অনুযায়ী মোবাইলকোর্টে ৫৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বাজার স্থিতিশীল রাখতে অভিযান অব্যাহত থাকবে। এ জন্য ব্যবসায়ীসহ সর্বমহলের সচেতনতার পাশাপাশি সহযোগিতা কামনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।