ইমাম খাইর, সিবিএন:
করোনাকালে সরকারি নির্দেশেনা অমান্য করায় কক্সবাজার শহরের পাঁচ ফল দোকানিসহ নয় জনকে পৃথক অভিযানে ৩১০০ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) শহরের লালদীঘিপাড়, পানবাজার সড়কসহ বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালিত হয়।
লকডাউনের দ্বিতীয় দিনের এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া সোলতানা ও দেবাংশু বিশ্বাস।
দণ্ডপ্রাপ্তরা হলেন- লিটন ফলবিতান ৫০০, সোহেল ফলবিতান ৫০০, মোঃ ফরিদ পান বিতান ৫০০, জোনায়েদ ফলবিতান ৫০০, নজরুল ইসলাম ফলবিতান ৫০০ টাকা।
এ সময় স্বাস্থ্যবিধি না মানায়  ৪ একজন ব্যক্তিকে ৬০০ টাকা দণ্ড প্রদান করেন জেলা প্রশাসনের মোবাইলকোর্ট।
দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় অর্থদন্ড দেয়া হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া সোলতানা।
তিনি বলেন, সরকারি নির্দেশনা, স্বাস্থ্যবিধি ও পবিত্র রমজানের বাজার দর তদারকিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। একইসঙ্গে জনসচেতনতামূলক কার্যক্রমও চলছে।
অভিযানকালে পুলিশ সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।