আলাউদ্দিন, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের লোহাগাড়ায় ৫২০০ পিস ইয়াবা নিয়ে কক্সবাজারের ২জনসহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ।
গতকাল ১২ এপ্রিল ( সোমবার) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন হলেন, কক্সবাজার জেলার সদর উপজেলার ইসলামাবাদ এলাকার মৃত আলী মিয়ার পুত্র আজিম উদ্দিন(৪৫), কক্সবাজার সদরের চৌধুরী পাড়ার নুরুল আবছারের পুত্র নুরুজ্জামান আসিফ(২০) এবং পটুয়াখালী বড় বিগাই এলাকার মন্নার প্যাদার পুত্র বশির প্যাদা(৩৮)।
লোহাগাড়া থানার ওসি মো. জাকের হোসাইন মাহমুদের নেতৃত্বে এসআই গোলাম কিবরিয়া এই অভিযান পরিচালনা করেন।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। আজ মঙ্গলবার আদালতে তাদের কে সোপর্দ করা হয়েছে।