মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজারের সাবেক পুলিশ সুপার, বর্তমানে রাজশাহী জেলার পুলিশ সুপার মাসুদ হোসেন (বিপিএম-বার) করোনা আক্রান্ত হয়েছেন। তিনি গত ৪ দিন ধরে নাক থেকে পানি পড়া সহ বিভিন্ন শারীরিকভাবে অসুস্থতা অনুভব করছিলেন। এসপি মাসুদ হোসেন তাঁর নিজস্ব ফেসবুক আইডি-তে মঙ্গলবার ১৩ এপ্রিল সকালে একটি স্ট্যাটাস দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত সোমবার ১২ এপ্রিল এসপি মাসুদ হোসেন তাঁর শরীরের নমুনা টেস্টে দিলে সেখান থেকে তার রিপোর্ট ‘পজেটিভ’ আসে। তবে এসপি মাসুদ হোসেন এর শরীরে আপাতত কোন উপসর্গ নেই। এসপি মাসুদ হোসেনের সুস্থতার জন্য মহান আল্লাহর অসীম রহমত ও সকলের কাছে দোয়া কামনা করেছেন তাঁর সহধর্মিণী জেনিফার মাসুদ।
প্রসঙ্গত, দীর্ঘ ২ বছর কক্সবাজারের পুলিশ সুপার হিসাবে মাসুদ হোসেন তাঁর দায়িত্ব পালন শেষে ২০২০ সালের ২৪ সেপ্টেম্বর বর্তমান এসপি মোঃ হাসানুজ্জামান পিপিএম-কে দায়িত্ব হস্তান্তর করেন। এসপি মাসুদ হোসেন একই সালের অক্টোবরে রাজশাহী জেলার পুলিশ সুপার হিসাবে বর্তমান কর্মস্থলে যোগদান করেন।