প্রেস বিজ্ঞপ্তি:
সম্প্রতি ঘটে যাওয়া হেফাজত ইস্যুকে কেন্দ্র করে সারাদেশের মত কক্সবাজারেও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতা-কর্মী এবং সাধারণ উলামায়ে কেরামদের গ্রেফতার ও হয়রানীর প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আলী ও সেক্রেটারী মাওলানা মোহাম্মদ শোয়াইব উদ্বেগ প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিতে জেলা নেতৃবৃন্দ বলেন, যে কোন ধর্মীয় ইস্যুতে ওলামায়ে কেরাম ও সাধারণ জনগণের অংশগ্রহণ করা স্বাভাবিক। এক্ষেত্রে শুধু ভাঙচুরকারী ও আইনভঙ্গকারীদের বিরোদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। তা না করে টেকনাফ উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক ও হ্নীলা ইউনিয়ন হাতপাখার চেয়ারম্যান প্রার্থী হাফেজ নূরুল হোছাইন ফাহিমকে গ্রেফতার করা হয়েছে (তিনি হেফাজতের কোন দায়িত্বে নেই) একইভাবে টেকনাফ ও মহেশখালী উপজেলার উল্লেখযোগ্য অনেক নেতৃত্বস্থানীয় দায়িত্বশীল ও কর্মীদের নামে মামলা দায়ের করা হয়েছে। এ ধরণের মামলা, গ্রেফতার ও সাধারণ ওলামায়ে কেরামদের হয়রানী অব্যাহত রাখায় জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছে।
নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল নেতা-কর্মী, দায়িত্বশীল ও সদস্যদেরকে সাংগঠনিক শৃঙ্খলা ও নির্দেশনা মেনে চলার আহবান জনান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল ও নিরীহ ওলামায়ে কেরামদের হয়রানী না করার জন্য প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।