সংবাদ বিজ্ঞপ্তি :
করোনা সংক্রামন বৃদ্ধি পাওয়া সচেতনতা তৈরি করা সহ সার্বিক ভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা এবং ওয়ার্ড ভিত্তিক করোনা রোগির সংখ্যা জানার জন্য সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং কক্সবাজার পৌর আওয়ামীলীগের সার্বিক তত্ত্বাবধানে কক্সবাজার পৌর এলাকার ৪ নং ওয়ার্ডে করোনা সচেতনতা বিল বোর্ড স্থাপন করা হয়েছে।
জানা গেছে, গত কয়েক দিনে ৪ নং ওয়ার্ডে ১৬ জন করোনা আক্রান্ত হয়েছে। ১২ এপ্রিল বিকালে সচেতনতা বোর্ড স্থাপন করে উদ্বোধন করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন বৃহত্তর টেকপাড়া জনকল্যাণ সমাজ কমিটির সাবেক সভাপতি আমির হোসেন, পৌর আওয়ামীলীগের ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি মাহাবুবুর রহমান,সাধারণ সম্পাদক আবু আহামদ,সাংগঠনিক সম্পাদক ইয়াছির আরাফাত,স্থানীয় মুরব্বি আবুল কালাম সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত নেতৃবৃন্ধ করোনা সংক্রামন রোধে সবাইকে সচেতন থাকার আহবান জানান।