মো: ফারুক, পেকুয়া প্রতিনিধি :
কক্সবাজারের পেকুয়ায় পায়ের রগ কেটে দিয়ে সরওয়ার উদ্দিন (৪০) নামে এক কৃষকলীগ নেতাকে হত্যাচেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (১২ এপ্রিল) বেলা ১১ টার দিকে বারবাকিয়ার ফাঁশিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মানিকের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
আহত সরওয়ার উদ্দিন একই ইউপির সবজীবন পাড়া এলাকার মৃত মোঃ আলমের ছেলে ও কৃষকলীগ বারবাকিয়া ইউনিয়ন শাখার সভাপতি।
বারবাকিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
আহত সরওয়ার উদ্দিন বলেন, বারবাকিয়াস্থ ফাঁশিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে রেডক্রিসেন্ট এর মালামাল বিতরণে অতিথি হিসাবে উপস্থিত ছিলাম। ওই সময় চা পান করতে মানিকের দোকানে যায়। ওই দোকানে আগে থেকেই বসা ছিল হেফাজতকর্মী মুবিনুল হক ও জালাল উদ্দিন। দোকানে আমি বসামাত্রই হেফাজতকর্মী মুবিন ও জালাল হেফাজতের বিরুদ্ধ তুই ফেসবুকে বেশি লেখালেখি শুরু করছিলি বলে মারধর শুরু করে। একপর্যায়ে পায়ের রগ কেটে দেয়ার চেষ্টা করলে আমার চিৎকারে আ’লীগ নেতা কামাল হোসেনসহ আরো কয়েকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে আ’লীগ নেতাই আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনাটি থানায় মৌখিকভাবে জানানোর পাশাপাশি সন্ত্রাসীদের বিরুদ্ধে এজাহার দেয়ার প্রস্তুতি নিচ্ছি।