বলরাম দাশ অনুপম :
স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ (রুপালী ব্যাংক লিমিটেড) কক্সবাজার অঞ্চলের কমিটি গঠন করা হয়েছে। রবিবার (১১ এপ্রিল) রুপালী ব্যাংক লিমিটেড রামু শাখার সিনিয়র অফিসার জসীম উদ্দিনকে সভাপতি ও সদন কর্পো: শাখা কক্সবাজারের সিনিয়র অফিসার সোহেল সরওয়ারকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন দেয়া হয়। স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের প্রাতিষ্ঠানিক কমিটির সভাপতি মিয়া জাকারিয়া টিটু ও সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ জুয়েল এই কমিটির অনুমোদন দেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সহ-সভাপতি হেলালুর রশিদ (সিনিয়র অফিসার, চিরিংগা শাখা), রিয়াদ হোসেন (সিনিয়র অফিসার, কেরানী হাট শাখা), যুগ্ম সাধারণ সম্পাদক উক্যানু মারমা (সিনিয়র অফিসার, বান্দরবান কর্পোরেট শাখা), সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক (সিনিয়র অফিসার, বান্দরবান কর্পোরেট শাখা), প্রচার সম্পাদক রুবেল দাশ (অফিসার, কোটবাজার শাখা), দপ্তর সম্পাদক সামিনা শারমিন (অফিসার রুপালী সদন কর্পো: শাখা), কোষাধ্যক্ষ আবদুল অদুদ (সিনিয়র অফিসার, ঈদগাঁও শাখা), সংস্কৃতি বিষয়ক সম্পাদক রবিউল হোসেন (সিনিয়র অফিসার, চিরিংগা শাখা), গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হোসনে মোবারক জুয়েল (সিনিয়র অফিসার, রুপালী সদন কর্পো: শাখা কক্সবাজার ), ভ্রমণ ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক রোকন উদ্দীন তারেক (সিনিয়র অফিসার, রুপালী সদন কর্পো: শাখা কক্সবাজার ), নির্বাহী সদস্য যথাক্রমে-এএইচএম আতাউর রহমান (ব্যবস্থাপক, এসপিও, রুপালী সদন কর্পো: শাখা, কক্সবাজার ), রুবী রাণী মল্লিক (এসপিও রুপালী সদন কর্পো: শাখা, কক্সবাজার ),আহসান উদ্দীন (ব্যবস্থাপক, সিনিয়র অফিসার, কোটবাজার শাখা), কাঞ্চন দাশ (সিনিয়র অফিসার, কোটবাজার শাখা) ও আলী রেজা (ব্যবস্থাপক, সিনিয়র অফিসার, রামু শাখা)। তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় নতুন সভাপতি জসীম উদ্দিন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশ ও মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করে যাচ্ছে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ (রুপালী ব্যাংক লিমিটেড)। এরই ধারাবাহিকতায় কক্সবাজারেও এর সূচনা হলো।