সিবিএন ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক, বিশিষ্ট রাজনীতি বিজ্ঞানী ডঃ হাসান মোহাম্মদ, ১১ এপ্রিল বেলা ৩টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না …. রাজিউন)।
মরহুমের প্রথম নামাজে জানাজা বাদ মাগরিব চট্টগ্রাম শহরস্থ নিউ চাঁন্দগাও আবাসিক এলাকার জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা বাদ এশা রাত নয়টায় অনুষ্ঠিত হবে। জানাজা শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হবে।