মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

প্রাণী সম্পদ অধিদপ্তর উদ্যোগে কক্সবাজার সদরের ভ্রাম‍্যমান দুধ-ডিম-মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রোববার ১১ এপ্রিল সকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এসময় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াহেদুল আলম, কক্সবাজার সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ অশীম বরন সেন, পলিট্টি, ডেইরী খামারীরা সহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কক্সবাজার জেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে জেলা পলিট্রি ও ডেইরি খামার এসোসিয়েশন এর সহযোগিতায় করোনাকালীন নাগরিকদের প্রাণীজ পুষ্টি সরবরাহের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ উদ্যোগের আওতায় করোনাকালীন লকডাউন ও বিধিনিষেধ চলাকালে স্বাস্থ্যবিধি মেনে খামারীরা সুলভে ভ্রাম‍্যমান দুধ-ডিম-মাংস বিক্রয় করবেন।