জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে পুলিশের মাদক বিরোধী সাঁড়াশি অভিযান পরিচালনা করে ২৩০ পিচ মিনি ক্যান বিয়ারসহ ২ জনকে আটক করেছে।
শনিবার (১০ এপ্রিল) নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ(ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন এর দিক নির্দেশনায়, ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দেলোয়ার হোসেনের নেতৃত্বে এ এস আই রবিউলসহ সঙ্গীয় টীম মাদক বিরোধী সাঁড়াশি অভিযান চালিয়ে ২৩০ পিচ মিনিক্যান ১২% বিয়ার সহ ঘুমধুমের জলপাইতলীর মৃত সোনালীর ছেলে মোহাম্মদ রেজাউল (৩০) এবং বেতবনিয়া হেডম্যান পাড়ার নুর ইসলামের ছেলে নুর হোসেন (১৮)কে আটক করেছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে ওসি মুহাম্মদ আলমগীর হোসেন সত্যতা নিশ্চিত করেন।
ঘুমধুম সীমান্তে বিয়ার উদ্ধারসহ আটক-২
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
