ইমাম খাইর, সিবিএনঃ
স্বাস্থ্যবিধি অমান্য ও বিকাল ৫টার পর দোকান খোলা রাখার অপরাধে কক্সবাজার শহরে ২০টি ব্যবসা প্রতিষ্ঠানকে দণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (১০ এপ্রিল) জেলা প্রশাসনের পৃথক মোবাইলকোর্টে এসব দোকানপাট থেকে সর্বমোট ২৭ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়।

সেই সঙ্গে তাদেরকে সতর্কও করেন অভিযানকারী নির্বাহী ম্যাজিস্ট্রগণ।

শনিবার সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত অভিযানে দণ্ডিত ১৪ দোকানের মধ্যে আইবিপি মাঠ এলাকার বেস্ট বাই ৫ হাজার, হাজি বিরিয়ানি ১ হাজার, লালদীঘি পাড়ের আর্ট ফ্যাশন ৫ হাজার, ডিসেন্ট টেইলার্স ১ হাজার, ঘুনগাছতলার পালের দোকান ৫ হাজার, মেঘনা ইঞ্জিনিয়ারিং ১ হাজার।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. জিল্লুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এর আগে সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাখন চন্দ্র সুত্রধর অভিযান চালিয়ে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪,৪০০টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ অভিযান পরিচালনাকালে সরকারী নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মানতে ব্যবসায়ীসহ সর্বসাধারণকে উদ্বুদ্ধ করেন।