মোহাম্মদ বেলাল উদ্দিন, বাঁশখালীঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন ও বিশ্বব্যাপী চলমান করোনা মহামারি প্রতিরোধে আজ ১০ এপ্রিল বিকালে জনসচেতনতা মূলক অনুষ্ঠান এবং করোনা প্রতিরোধ সামগ্রি বিতরণের উদ্যোগ গ্রহণ করে আ.লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটি।
এরই ধারাবাহিকতায় বাঁশখালীর পুইছড়িতে মাক্স বিতরণের পর বাঁশখালী-পেকুয়ার সীমান্তবর্তী রাজাখালী আরবশাহ্ বাজারে মাক্স বিতরণ ও জনসচেতনতা মূলক অনুষ্ঠান করতে যান আ.লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির সদস্য এরশাদুর রহমান চৌধুরী। রাজাখালী আরবশাহ্ বাজার ব্রীজ পার হওয়ার পর কিছু লোক লকডাউন ও করোনার দোহাই দিয়ে তাদের কার্যক্রমে বাঁধা সৃষ্টির চেষ্টা করলে দু’পক্ষের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করে। পরে পেকুয়া থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দু’পক্ষের লোকজনকে সরিয়ে দেয়।
পরিস্থিতি ঘোলাটে করার কু-মানষে আরবশাহ্ বাজার পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আবদুল করিম স্থানীয় সাংবাদিকদের ভুল বুঝিয়ে কক্সবাজার নিউজ ডটকমে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেন। এতে উল্লেখ করা হয়, আরবশাহ্ বাজার দখল করার জন্য গেছে বাঁশখালীর কিছু মানুষ। প্রকৃতপক্ষে মাক্স বিতরণ ও জনসচেতনতা মূলক অনুষ্ঠানে গিয়েছিলেন তারা। ‘আরবশাহ্ বাজার দখল বেদখল নিয়ে পেকুয়া-বাঁশখালীর লোকজনের মধ্যে উত্তেজনা’ শিরোনামের সংবাদটি চোখে পড়ার পর তাৎক্ষণিক ফেসবুকে প্রতিক্রিয়া ব্যক্ত করে স্ট্যাটাস দেন দক্ষিণ পুইছড়ির বাসিন্দা রোটারিয়ান মুবিনুল হক মুবিন। এতে তিনি লিখেন,’পেকুয়ার অারবশাহ বাজার দখল নিয়ে বিভ্রান্তির খবর ছাপিয়ে দয়া করে পুইছড়ী অার রাজাখালীর মানুষের মধ্যে যে ভ্রাতৃত্ব ও সৌর্হাদ্যের সম্পর্ক অাছে তা বিনষ্ট করবেন না।’
ছরওয়ার উদ্দিন নামের এক ছাত্রলীগ নেতা ফেসবুকে লিখেছেন, ‘জননেতা আলহাজ্ব এরশাদুর রহমান চৌধুরীর নির্দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন ও বিশ্বব্যাপী চলমান করোনা মহামারি প্রতিরোধে জনসচেতনতা মূলক অনুষ্ঠানে আমাদের উপর হমলা চালাতে চেয়েছিল। কিন্তু পারে নাই পুলিশি বাঁধায়। আলহামদুলিল্লাহ।’
মাক্স বিতরণ কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন ছনুয়া ইউনিয়নের লস্কর মৌলভীপাড়ার বাসিন্দা রবিউল হোসেন রবি। তিনি বলেন, ‘আমি তখন উপস্থিত ছিলাম। মাক্স বিতরণের বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করেছে প্রকাশিত সংবাদে।’