আবুল কালাম, চট্টগ্রাম:

চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলা বেতাগী ইউনিয়নের ৪নং ওয়ার্ড আন্দরঘোনা আবাসন প্রকল্পে ২টি সিএনজি (চট্টগ্রাম থ ১১-৫০৪৯ ও চট্টগ্রাম থ ১৪-৫৯১৩) আগুন লেগে পুড়ে গেছে।

শুক্রবার (৯এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে এই ঘটনা ঘটে ।

সিএনজির মালিক নুরুল আলম বলেন, আমি এবং আমার ছেলে সাইফুল আলম দুজনে সিএনজি চালায়। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঘরের পাশে ছোট্ট একটি ঘরে সিএনজি দুটি রেখে আমরা খাওয়া দাওয়া করে রাত ১১টিকে ঘুমিয়ে পড়ি। আমাদের পাশের বাড়ির রুবেল সিএনজি ঘরে রাত ১টার দিকে আগুন দেখতে পেয়ে আমাদেরকে ডাকেন আমরা উঠে চিৎকার করলে আগুন নিয়ন্ত্রণে জন্য স্থানীয়রা এগিয়ে আসেন এবং ফায়ারসার্ভিসে খবর দিলে তাঁরা আসার আগেই ঘরসহ সিএনজি ২টি এবং সিএনজি সব ডকুমেন্ট পুড়ে যায়। উপজেলা ফায়ারসার্ভিস স্টেশনের টিম
লিডার জাহেদুর রহমান বলেন, আমরা খবর পাওয়া মাত্র গিয়ে দেখি ততক্ষণে আগুন নিয়ন্ত্রণে এবং সিএনজির ব্যাটারি চার্জিং সকেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বেতাগী ইউপি চেয়ারম্যান নুর কুতুবুল আলম বলেন, আগুন লাগার বিষয়টি জানতে পেরে আমি পল্লী বিদ্যুৎ অফিসে ও ফায়ারসার্ভিস স্টেশনে ফোন করি। স্থানীয় যুবলীগ নেতা দিদারুল আলম বলেন, তাঁরা এনজিও সংস্থা থেকে লোন নিয়ে একটি সিএনজি কিনেছে আর একটি পাশের গ্রামের ইয়াছিন আরাফাত নামের একব্যক্তির সিএনজি। বাপ ছেলে সিএনজি ২টি চালিয়ে সংসার চালায়। সেগুলো আগুনে পুড়ে এখন তারা অসহায় হয়ে পড়েছে। সেগুলো ছিল তাঁদের একমাত্র উপার্জনের মাধ্যম ছিল।