ইমাম খাইর, সিবিএন:
কক্সবাজার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা জীপ কার মাইক্রো শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, তার স্ত্রীসহ পরিবারের ৭ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।
শুক্রবার (৯ এপ্রিল) বিষয়টি জানিয়েছেন কক্সবাজার শহর ছাত্র দলের সদস্য সচিব ইনজামামুল হক।
তিনি বলেন, সামান্য লক্ষণ দেখা দেয়ায় করোনার স্যাম্পল দেন গিয়াস উদ্দিনসহ পরিবারের সদস্যরা।
গত ৬ এপ্রিল কক্সবাজার মেডিকেল কলেজের রিপোর্টে স্ত্রী, ২ মেয়ে, ১ ছেলে ও ২ ছোট নাতিসহ সাত জনের করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর থেকে তারা বাসায় চিকিৎসাধীন। তবে, আপাতত শারীরিকভাবে ঝুঁকিমুক্ত।
সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন বিএনপি নেতা গিয়াস উদ্দিন।
এদিকে, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, তার পরিবারের সদস্য এবং কক্সবাজার জেলা হোটেল শ্রমিক দলের সভাপতি সিরাজুল হকের সুস্থতা কামনায় শুক্রবার বাহারছড়া জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে ১০ ওয়ার্ড বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।