আন্তর্জাতিক ডেস্ক:
আন্তর্জাতিক বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ প্রথমবারের মতো আমিরাত-ইসরাইল ফ্লাইট চালু করল। আবুধাবি থেকে গত ৬ এপ্রিল ইতিহাদ এয়ারওয়েজের ইওয়াই-৫৯৬ বিমানটি উড্ডয়নের তিন ঘণ্টা ২০ মিনিট পর ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরে এসে পৌঁছে।
ইতিহাদ এয়ারওয়েজের প্রথম ফ্লাইটটিতে ভ্রমণ করেন আমিরাতে ইসরাইলের নিযুক্ত রাষ্ট্রদূত এইতান নায়েহ এবং ইসরাইলে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত মোহাম্মেদ আল-খাজা।
বেন গুরিয়ন বিমানবন্দরে এসে পৌঁছালে বিমানটিকে জলকামান দিয়ে স্বাগত জানানো হয়। আবুধাবি থেকে ইসরাইলের কোনো বিমানবন্দরে ইতিহাদ এয়ারওয়েজের এটাই প্রথম বাণিজ্যিক ফ্লাইট। সম্প্রতি দেশ দুটির মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর বিমান চলাচলসহ ব্যবসা-বাণিজ্য চালু হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।