মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

সোমবার ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল আগামী রোববার পর্যন্ত লকডাউন চলাকালে সরকারি নির্দেশনা মোতাবেক জরুরী সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান সমুহ খোলা থাকবে। সে অনুযায়ী রোববার ৪ এপ্রিল ১১১ নম্বর স্মারকে মন্ত্রীপরিষদ বিভাগ থেকে জারীকৃত নির্দেশনা ও তার আলোকে কক্সবাজারের জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশীদ কর্তৃক একইদিন জারীকৃত গণবিজ্ঞপ্তি অনুসারে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় শুধুমাত্র অত্যাবশ্যকীয় জরুরি কাজ সম্পাদনের জন্য সীমিত পরিসরে খোলা থাকবে। সেবা নিতে আগ্রহী ও জরুরী প্রয়োজনে নাগরিকদের কক্সবাজার জেলা প্রশাসনের শাখা অফিসারের অফিসিয়াল মোবাইলে যোগাযোগ করতে কক্সবাজার জেলা প্রশাসকের ফেসবুক আইডি-তে শাখা কর্মকর্তাদের মোবাইল ফোন নম্বর সহ দেওয়া এক স্ট্যাটাসে অনুরোধ করা হয়েছে।

নিন্মে ফেসবুকে প্রদত্ত স্ট্যাটাস ও শাখা অফিসারের মোবাইল ফোনের তালিকা উল্লেখ করা হলো :
“আগামীকাল থেকে সরকারের নির্দেশনা মোতাবেক জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান ব্যতিরেকে অন্যান্য অফিস কেবল জরুরি কাজ সম্পাদনের জন্য সীমিত পরিসরে খোলা থাকতে পারবে। সরকারের এ নির্দেশনা মোতাবেক, জেলা প্রশাসকের কার্যালয়, কক্সবাজারও চলবে সীমিত পরিসরে। গুরুত্বপূর্ণ প্রয়োজনে শাখা অফিসারের অফিসিয়াল মোবাইলে যোগাযোগ করতে অনুরোধ করা হলো।”