বার্তা পরিবেশক:
কক্সবাজার সদরের খুরুশ্কুল ইউনিয়নের পূর্ব হিন্দু পাড়া এলাকায় বসত ভিটা দখলে বাধায় দেয়ায় রিখা দে (৩৭) নামের এক মহিলাকে নির্মমভাবে হামলা চালানো হয়েছে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন।
৩ এপ্রিল দুপুরে এই হামলার ঘটনা ঘটে। হামলার শিকার রিখা দে ওই এলাকার হারাধন দে’র স্ত্রী। এই ঘটনায় থানায় এজাহার দায়ের করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, খুরুশ্কুল ইউনিয়নের পূর্ব হিন্দু পাড়া এলাকা হারাধন দে’র বসতভিটার সীমানা অংশ দখল করতে অপচেষ্টা চালিয়ে আসছে একই এলাকার কালী চরণ দে’র পুত্র রনজিদ দে সহ কয়েকজন। এর অংশ হিসেবে গত ৩ এপ্রিল রনজিদ দে’র নেতৃত্বে ছোটন দে, তপন দে, নেপাল চৌধুরী, বাহাদুর দেসহ কয়েকজন মিলে হারাধন দে’র বসতভিটার সীমানার অংশ দখল করে সীমানা দেয়াল নির্মাণ শুরু করে। এতে বাধা দেন হারাধন দে’র স্ত্রী রিখা দে। বাধা দেয়ায় ক্ষিপ্ত হয়ে হামলাকারীরা লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত করেন। এতে তিনি মারাত্মক জখম হন। এসময় তার গলায় থাকা ৩০ হাজার টাকা দামের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। পরে হামলাকারী পালিয়ে গেলে রিখা দে কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনার সুষ্ঠু বিচার ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন রিখা দে ও তার পরিবার।