সিবিএন ডেস্ক:
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৫১৮ জন করোনা রোগী শনাক্ত হন। চট্টগ্রামে এযাবৎকালের মধ্যে এই সংখ্যা সর্বোচ্চ। একই সময় চট্টগ্রামে করোনায় সংক্রমিত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। আজ শুক্রবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ করোনা–সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদন অনুযায়ী, জেলায় গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৩৫ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৫১৮ জনের করোনা পজিটিভ আসে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বলেন, ‘চট্টগ্রামে করোনার সংক্রমণ শুরুর পর থেকে এখন পর্যন্ত এক দিনে এতসংখ্যক রোগী আগে শনাক্ত হননি। এটা রেকর্ড।’

জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২০ শতাংশের বেশি। বিদেশযাত্রীদের হিসাব বাদ দিলে এ হার আরও বেশি, প্রায় ২৬ শতাংশ। বিদেশযাত্রী ৯১৮ জনের মধ্যে পজিটিভ আসে ৪৭ জনের। তাঁদের ক্ষেত্রে শনাক্তের হার ৫ শতাংশ।

চট্টগ্রামে এখন পর্যন্ত ৪০ হাজার ৮০১ জনের করোনা শনাক্ত হয়েছে। সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে চট্টগ্রাম শহরে। এই সংখ্যা ৩২ হাজার ৪৯৮ জন। জেলায় করোনায় মোট মারা গেছেন ৩৮৯ জন।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হন। জেলায় করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ৯ এপ্রিল। জেলায় সংক্রমণ শুরুর এক বছরের মাথায় সর্বোচ্চ রোগী শনাক্ত হলেন।