অনলাইন ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারীতে আবারও সড়ক অবরোধ করেছে মাদরাসা শিক্ষার্থীরা।

আজ শনিবার (২৭ মার্চ) সকাল থেকেই সড়ক অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসার সামনের সড়ক সকাল থেকে আবারও অবরোধ করেছেন মাদরাসার শিক্ষার্থীরা। পুলিশ থানার সামনে অবস্থান করছে। এছাড়া চট্টগ্রাম-হাটহাজারী রেললাইনে গাছের গুড়ি ফেলে রেখেছেন বিক্ষোভকারীরা।

এর আগে রাত ১২টায় রাস্তার অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা। এদিকে গতকাল সংঘর্ষের পর থেকেই দোকানপাট বন্ধ রাখা হয়েছে।

হাটহাজারি থানার এসআই কবির জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে হাটহাজারীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে একটি মিছিল বের করে হাটহাজারী বড় মাদরাসার ছাত্র ও মুসল্লিরা। এক পর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ শুরু হয়। এদিন আড়াইটার দিকে দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসার সামনে এ সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।
– আরটিভি