আতিকুর রহমান মানিক:
কক্সবাজার শহরে বাজার তদারকি অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আসন্ন রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য নিয়ন্ত্রনে জেলা প্রশাসনের সহায়তায় ২৪ মার্চ (বুধবার) বড় বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার’র সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইনের নেতৃত্বাধীন টীম।
অভিযানে বড় বাজার এলাকার হোসেন এন্ড ব্রাদার্স (ডিমের পাইকার)কে মূল্য তালিকা না রাখার অপরাধে ১ হাজার, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অপরাধে সাগরিকা হোটেলকে ২ হাজার, মূল্য তালিকা না থাকায় মমতাজ পোল্ট্রিকে ৩ হাজার, মায়ের দোয়া পোল্ট্রিকে ৩ হাজার ও সালমা পোল্ট্রিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় বড় বাজার এলাকার বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান পরিদর্শন করে ব্যবসায়িদের মাঝে ভোক্তা অধিকার আইন সম্পর্কে প্রচারনা করা হয় এবং পান বাজার রোড ও এন্ডারসন রোডের বিভিন্ন জুয়েলারির দোকানে তদারকি করা হয়।
অভিযানকালে ব্যাবসায়িদের স্বাস্থ্যবিধি মেনে চলা, মূল্য বেশি না রাখা, অমুমোদনবিহীন পন্য বিক্রি না করার পরামর্শ দেওয়া হয়।
সদর মডেল থানার পুলিশ ফোর্স অভিযানে সার্বিক নিরাপত্তা প্রদান করেন।
জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার’র সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।