সিবিএন ডেস্ক:
করোনা সংক্রমণের কারণে ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা পেছানোর নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে আগামী ২ এপ্রিল মেডিক্যাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠানে আর কোনও বাধা রইলো না বলে জানিয়েছেন আইনজীবীরা।

বুধবার (২২ মার্চ) বিচারপতি খসরুজ্জামান ও বিচারপতি মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মুনতাসীর মাহমুদ রহমান। এর আগে ২১ মার্চ তাইমুর খান বাপ্পি নামের এক শিক্ষার্থীর পক্ষে আইনজীবী মুনতাসির মাহমুদ রহমান এ রিট করেছিলেন।

রিটে শিক্ষা মন্ত্রণালয় সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয় সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছিল।

রিট আবেদনে কোভিড-১৯ তথা করোনা মহামারি বিবেচনায় নিয়ে মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষা পেছানোর নির্দেশনা চাওয়া হয়েছিল।

প্রসঙ্গত, আগামী ২ এপ্রিল মেডিক্যাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিন ধার্য রয়েছে।