জাহেদ হাসানঃ
রামুতে ৮ হাজার ইয়াবা সহ আটক হয়েছেন আবদুল গফুর নামের এক মাদক ব্যবসায়ী। তিনি রামু চৌমুহনীস্থ আলমাছিয়া হোটেলের স্বত্ত্বাধিকারি।
মঙ্গলবার (২৩ মার্চ) বিকালে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চৌমুহনীস্থ আলমাছিয়া হোটেল থেকে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৮ হাজার ইয়াবা জব্দ করা হয়। আটক আবদুল গফুর পূর্ব খরুলিয়া গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে। তিনি রামুর মন্ডলপাড়া গ্রামের মো. হোছেন প্রকাশ মাছনের মেয়েকে বিয়ে করেন এবং এ গ্রামে বসত বাড়ি গড়ে তোলে দীর্ঘদিন এখানে বসবাস করে আসছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক সৌমেন মন্ডল ৮ হাজার ইয়াবা সহ আবদুল গফুরকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন-এ ব্যাপারে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।