আব্বাস সিদ্দিকী, কুতুবদিয়া:
করোনা ভাইরাসের আক্রান্ত ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় সংক্রমণ এড়াতে সরকারি নির্দেশনা যথাযথ ভাবে পালন ও জনসাধারণকে সচেতন করতে কুতুবদিয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২২ মার্চ) দুপুরে উপজেলার ধূরুং বাজারসহ বিভিন্ন পয়েন্টে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ জহিরুল হায়াত এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) হেলাল চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় বাজারে আগত মাস্কবিহীন জনসাধারণ মাস্ক ব্যবহার না করা ও ভোক্তা অধিকার আইনে মোট ৪টি মামলায় ১২ জনকে ৮ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়।
এতে ১০জন পথচারীকে ৪৫০ টাকা ও ভোক্তা অধিকার আইনে ২জন ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয় বলে নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমএ জহিরুল হায়াত জানান।