সংবাদ বিজ্ঞপ্তি:
“মানবিক সমাজ গঠনে ইসলামিক ফাউন্ডেশন জোরালো ভূমিকা রাখছে। এ মহান উদ্দেশ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ২২ মার্চ ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। ”
ইসলামিক ফাউন্ডেশনের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২২ মার্চ কক্সবাজার জেলা কার্যালয় আয়োজিত আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদকঅ্যাডভোকেট সিরাজুল মোস্তফা এ কথা বলেন।
তিনি আরো বলেন, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, মসজিদ পাঠাগার প্রকল্প, বিশাল প্রকাশনা সংস্থা ইসলামী মূল্যবোধ প্রচারে ভুমিকা রাখছে। দেশব্যাপী প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে ৫৬০ টি মডেল মসজিদ প্রকল্পের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রকল্পটি দ্রুত সমাপ্তির পথে এবং এটি বাস্তবায়িত হলে ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম আরো বেশি গতিশীল হবে।
উপ-পরিচালক ফাহমিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারি পরিচালক সরওয়ার আকবর।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদ্রাসা-এ-তৈয়্যবিয়া সুন্নিয়ার অধ্যক্ষ শাহাদত হোসেন আল-কাদেরী এবং জেলা ইমাম সমিতির সভাপতি সিরাজুল ইসলাম ছিদ্দিকী।
আলোচনা সভার পূর্বে সকাল ৮টায় খতমে কুরআন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ।