আবদুল মজিদ,চকরিয়া:
আসন্ন ১১ এপ্রিল চকরিয়া পৌরসভার নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীকে মনোনীত ও চকরিয়া পৌরবাসী সমর্থিত মেয়র পদপ্রার্থী আলমগীর চৌধুরীর বিজয় সু-নিশ্চিত করার লক্ষে পৌরসভা আওয়ামীলীগের উদ্যোগে এক জরুরী সভা চিরিঙ্গাস্থ সড়ক ও জনপথ বিভাগ মিলনায়তনে অনুষ্টিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু ও সঞ্চলনায় ছিলেন সাধারন সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, প্রধান বক্তা কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মেয়র মুজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল করিম, সদস্য এটিএম জিয়া উদ্দিন চৌধুরী জিয়া, সদস্য আমিনুর রশিদ দুলাল, চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সহ সভাপতি চকরিয়া উপজেলা আওয়ামীলীগ ফজলুল করিম সাইদ্দী, -মাতামুহুরি সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও চেয়ারম্যান শাহারবিল ইউনিয়ন পরিষদ, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, যুগ্ন সাধারন সম্পাদক আজিমুল হক আজিম, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগ সহ সভাপতি মোসলেহ উদ্দিন মানিক, সহ সভাপতি আমান উদ্দিন-সহ সভাপতি আবু তালেব,যুগ্ন সাধারন সম্পাদক সেলিম উদ্দিন লিটন সিকদার, যুগ্ন সাধারন সম্পাদক ফেরদৌস ওয়াহিদ, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম-সাংগঠনিক সম্পাদক চকরিয়া পৌরসভা আওয়ামীলীগ,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আসাদুল ইসলাম,ঈমাম উদ্দিন সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চকরিয়া পৌরসভা আওয়ামীলীগ,মঈন উদ্দিন রাসেল-প্রচার সম্পাদক চকরিয়া পৌরসভা আওয়ামীলীগ,সুমন দাশ-সদস্য চকরিয়া পৌরসভা আওয়ামীলীগ,জিয়া উদ্দিন বাবলু-সদস্য চকরিয়া পৌরসভা আওয়ামীলীগ, ১নং ওর্য়াড় আওয়ামীলীগের সভাপতি আমির হোসেন মেম্বার,সাঃ সম্পাদক নুরুছফি,২ নং সভাপতি ভূট্রো,সাঃ সম্পাদক নুরুল আবছার বাদশা,৪নং সভাপতি রটন, সাঃ সম্পাদক মোঃ ইসহাক,৫নং সভাপতি নাগু সওদাগর, সাঃ সম্পাদক জমির উদ্দীন মেম্বার,৬নং সভাপতি আবুল কালাম সওঃ,সাঃ সম্পাদক জয়নাল আবেদিন,৭নং সভাপতি আনোয়ার হোসাইন,সাঃ সম্পাদক রফিকুল আলম,৮নং সভাপতি আহম্মদ রেজা, ৯নং সভাপতি হুমায়ুন কবির,সাঃ বেলাল উদ্দীন,চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম,সাধারন সম্পাদক কাউছার উদ্দিন কছির,চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন,মুজিবুল হক সি.সহ-সভাপতি চকরিয়া উপজেলা যুবলীগ,সাধারন সম্পাদক বাবলা দেব নাথ,চকরিয়া উপজেলা শ্রমিকলীগের সভাপতি জামাল উদ্দিন,চকরিয়া পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোসেন,সাধারন সম্পাদক আজিজুল ইসলাম সোহেল,চকরিয়া পৌরসভা কৃষকলীগের সভাপতি সুলাল চন্দ্র সুশীল,সাধারন সম্পাদক আবদুল্লাহ ফারুক লোটাস,চকরিয়া পৌরসভা শ্রমিকলীগের ইসমাইল হোসেন ধলু,সাধারন সম্পাদক জহিরুল ইসলাম,চকরিয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান অহিদ,রেফায়েত সিকদার,সেলিম উদ্দিন রেজা-উপ প্রচার সম্পাদক চকরিয়া পৌরসভা যুবলীগ,চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাঃ সম্পাদক আকিত হোসেন,ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান,সাঃ সম্পাদক সোহেল রানা পারভেজ,ছাত্রনেতা-নাছির উদ্দিন,বোরহান উদ্দিন,জালাল উদ্দিন,রানা,শাওন,সাগর,সাঈদ,
পৌরসভার নির্বাচনে সমস্ত ওর্য়াড়ের সম্মানিত কাউন্সিলর প্রার্থী এবং বর্তমান কাউন্সিলর বৃন্দ। অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান বক্তা মেয়র মুজিবুর রহমান বলেন, এই নৌকা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নৌকা। জননেত্রী শেখ হাসিনার চেয়ে এমন কোন শক্তি নেই, আওয়ামীলীগ পরিচয় দিয়ে নৌকার বিরুদ্ধে অবস্থান করার। যতবড় শক্তিই হোকনা কেন, নৌকার বিরুদ্ধে অবস্থান নিলে কিছুতেই ছাড় দেয়া হবেনা। তিনি ২১মার্চ থেকে ৯টি ওয়ার্ডের প্রতিটি ভোট কেন্দ্র ভিত্তিক আওয়ামীলীগের নেতৃত্বে সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে ১০১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে নৌকার বিজয় সুনিশ্চিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। মেয়র মুজিবুর রহমান চকরিয়া পৌর নির্বাচনী নৌকা প্রত্যাশী সকল প্রার্থী ও পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং মেয়র আলমগীরকে সাথে নিয়ে শপথ বাখ্য পাঠ করান। প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, ১১এপ্রিল নৌকার বিজয় নিশ্চিত করে জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেয়া হবে। বিজয় নিশ্চিত করতে না পারলে কঠিন পরিণতি ভোগ করতে হবে।