প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজারের রামু উপজেলার বিশিষ্ট লোকসংগীত শিল্পী, সাংস্কৃতিক ও শ্রমিক সংগঠক শাক্যমিত্র বড়ুয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার-৩(সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। এক শোক বার্তায় এমপি কমল প্রয়াত শিল্পী শাক্যমিত্র বড়ুয়ার পারলৌকিক শান্তি কামনা করে শোকাহত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
রামু ফতেখাঁরকুল ইউনিয়নের মধ্যম মেরংলোয়া বড়ুয়া পাড়া গ্রামের বাসিন্দা প্রয়াত নরেন্দ্র বড়ুয়ার প্রথম সন্তান শাক্যমিত্র বড়ুয়া ১৮ মার্চ সন্ধ্যা ৭ টায় নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর খবর পেয়ে সাইমুম সরওয়ার কমল এমপি পরদিন শুক্রবার (১৯ মার্চ) দুপুরে রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারে প্রয়াত শিল্পীর শেষ কৃত্যানুষ্ঠানে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে ছুটে যান। এসময় এমপি কমল রামুর জনপ্রিয় লোকসংগীত শিল্পী শাক্যমিত্র বড়ুয়ার প্রয়ানে সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনে অপুরনীয় ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেন।
রামুর লোকসংগীত শিল্পী শাক্যমিত্র বড়ুয়ার মৃত্যুতে এমপি কমল’র শোক প্রকাশ
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।