শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া:
চট্রগ্রামের মৌমুসী নামে একটি ট্রলার ডুবি ঘটনা ঘটেছে।
১৪ মার্চ রাত ১১ টার দিকে মাতরবাড়ি কয়লাবিদ্যুৎ স্থান দিয়ে আসার পথে পথরের সাথে ধাক্কা লাগলে ট্রলারটি সাগরে ডুবে যায়।
এ দুর্ঘটনায় মাঝিসহ বাকী জেলেরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়।
এই বিষয়ে ট্রলারের মালিক বাবুল বলেন, মাঝি আমাকে ফোন দিয়ে বলে ট্রলার ডুবে গেছে। এরপর তাদের কোন খবর পাওয়া গেল না।
পরে খবর পেলাম কুতুবদিয়ার অমজাখালী এলাকার কয়েকটি ট্রলার বোর্ডটি উদ্ধার করেছে।
ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা মোরশেদ আলম মাঝি বলেন , আমি কুতুবদিয়া অমজাখালী ঘাটে আসার পথে ট্রলারটি সাগরে ডুবা অবস্থায় বাসতে দেখি পরে আমিসহ কয়েকটি ট্রলার টেনে আমাদের ঘাটে নিয়ে আসি।