আতিকুর রহমান শাকিল ॥

সাবেক জাতীয় ফুটবলার, প্রখ্যাত ক্রীড়া ব্যক্তিত্ব, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি, কক্সবাজার জেলা প্রশাসন কর্তৃক স্বীকৃত প্রখ্যাত ব্যক্তিত্ব সুরত আলম প্রকাশ আলম সাহেবের কুলখানী আগামীকাল রবিবার। পারিবারিকভাবে জানা গেছে, তাঁর আত্মার মাগফেরাত কামনার্থে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তন্মধ্যে পবিত্র খতমে কোরআন, দোয়া মাহফিল, বিভিন্ন এতিমখানায় খাদ্য বিতরণ ও বাদে জুমা মোনাজাতের মধ্য দিয়ে আমন্ত্রিত অতিথিদেরকে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। তিনি গত ৯ মার্চ হঠাৎ লো প্রেসারে আক্রান্ত হয়ে দুনিয়ার মায়া ছেড়ে পরপারে পাড়ি জমান। ১০ মার্চ স্ত্রী, কন্যা, পুত্র, নাতি, আত্মীয়স্বজন, দেশব্যাপী বিভিন্ন বন্ধুবান্ধব, গুণগ্রাহী রেখে চিরনিদ্রায় শায়িত হন গোলদীঘির পাড়স্থ বড় কবরস্থানে তাঁর বাবা-মা আদরের ছেলেমেয়ে ও আত্মীয়স্বজনদের পাশে শায়িত হন। ব্যক্তি জীবনে তিনি ছিলেন এক উদার মনের গণতন্ত্রপ্রেমী স্বাধীনচেতা ব্যক্তিত্বসম্পন্ন মানুষ। তাঁর হৃদয় থেকে দেশ-মা-মাতৃকাকে ভালবাসতেন খুব বেশি। তাই তাঁর ৮১ বছর বর্ণাঢ্য জীবনে নিজের জন্য বা পরিবারের কল্যাণার্থে কিছুই করেননি। শুধুমাত্র অসহায় ক্ষুধার্ত, নির্যাতিত-নিপিড়ীতদের জন্যই কাজ করে গেছেন অনায়াসে। বলাবাহুল্য যে, তিনি ছিলেন টেকপাড়ার সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তাঁর বাবা ছিলেন বিশিষ্ট সমাজসেবক মরহুম সুলতান আহমেদ।

আরো জানা যায়, তাঁর শ্বশুর ছিলেন জাতির পিতা, মহান স্বাধীনতার স্থপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর বীর মুক্তিযোদ্ধা জমাদার ফজল করিমের বড় মেয়ের জামাতা। এছাড়াও তিনি শিক্ষা, ইসলাম, ধর্ম, খেলাধুলাকে বিকশিত করার জন্য দায়িত্ব পালন করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানে। তিনি ছিলেন কক্সবাজারের ঐতিহ্যবাহী তারাবনিয়ারছড়া জামে মসজিদের পরিচালনা কমিটির বর্তমান আহবায়ক, বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দীর্ঘদিনের পরিচালনা কমিটির সভাপতি, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার দীর্ঘকালব্যাপী সদস্য, কক্সবাজার সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক, জেলা স্কাউটসের সহকারী কমিশনার ও মরহুম মাওলানা খলিল ফকির সাহেবের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। রবিবার দিনব্যাপী কর্মসূচি সমূহতে অংশগ্রহণ করার জন্য শুভাকাঙ্খী, শুভানুধ্যায়ী, আলেম-ওলামা ও বঙ্গবন্ধুপ্রেমী সকলকে উপস্থিত থেকে কুলখানী যথাযথভাবে পালন করার জন্য অনুরোধ জানিয়েছেন তাঁর বড় কন্যা আন্তর্জাতিক অনলাইন নিউজপোর্টাল একেনিউজবিডি২৪.কমের সম্পাদক ও প্রকাশক, কক্সবাজার জেলা কারাগারের কারা পরিদর্শক, শিক্ষানবিশ আইনজীবী, কক্সবাজার জেলা মহিলা ক্রীড়া সংস্থার অন্যতম সদস্য, পৌর কমিউনিটি পুলিশের মহিলা বিষয়ক সম্পাদক, আমরা কক্সবাজারবাসী সংগঠনের সহ-সাধারণ সম্পাদক ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কক্সবাজার পৌর শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক, জন ও বান্ধব নেত্রী রেবেকা সুলতানা আইরিন এলএলবি।