মোঃ জয়নাল আবেদীন টুক্কু :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি বিজিবি’র অধিনস্থ জারুলিয়াছড়ি বিওপি’র একটি বিশেষ টহল দল শুক্রবার (১২ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের কম্বনিয়া বাজারের উত্তর পার্শ্বে রাস্তায়  একটি মোটর সাইকেল করে পাচারের সময় নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের কম্বনিয়া গ্রামের হাফেজ আহম্মেদ ছেলে আবুল মনছুর (২৪), কাদের হোসেনের ছেলে আরফাতুল হক (২১) এবং সুলতান আহাম্মদের ছেলে আতাউল্লাহ (২২) কে আটক করে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট বিক্রয় করার সময় তারা বিজিবি টহল দল কর্তৃক হাতেনাতে ধৃত হয়। পরবর্তীতে ধৃত আসামীদের নিকট হতে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ১৬,৫০০ টাকা। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট, ও মোটর সাইকেলসহ ধৃত আসামীদের নাইক্ষ্যংছড়ি থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে হস্তান্তর করা হয়েছে।

সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্র, অবৈধ কাঠ পাচার ও পরিবহন, মাদকদ্রব্য পাচার, অন্যান্য যে কোন ধরনের অবৈধ পণ্য সামগ্রী পাচার এবং এই এলাকায় যে কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে।