সিবিএন ডেস্ক:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার শিক্ষকতার চাকুরী থেকে অবসর গ্রহণের পরও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে থাকবেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ৯ মার্চ ২০২১ তারিখের স্মারক নং-শিম/শা-১৮/৯ চ: বি:-১/২০০৬/৯৮ মূলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব মোঃ নুর-ই-আলম স্বাক্ষরিত পত্রে এ নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয় “মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এঁর অনুমোদনক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ড. শিরীণ আখতারকে নিয়মিত চাকরির বয়সপূর্তিতে অবসর গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদনের জন্য আগামী ২৯.০৪.২০২১ খ্রিষ্ট্রাব্দ তারিখ পূর্বাহ্নে তাঁর মূল কর্মস্থল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রত্যাবর্তনপূর্বক একইদিন অপরাহ্নে ভাইস-চ্যান্সেলর পদে যোগদানের অনুমতি এবং ভাইস-চ্যান্সেলর ড. শিরীণ আখতার এর অনুপস্থিতে কলা ও মানববিদ্যা অনুষদের ডিন ও বাংলা বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মোহাম্মদ মহীবুল আজিজ কে নিজ দায়িত্বের অতিরিক্ত ভাইস-চ্যান্সেলরের রুটিন দায়িত্ব পালনের অনুমতি প্রদান করা হলো”।
শিক্ষকতার চাকুরী থেকে অবসর গ্রহণের পরও উপাচার্যের দায়িত্ব অব্যাহত রাখার ঐতিহাসিক নির্দেশনা প্রদান করায় চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার পরম করুণাময় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। একইসাথে মহামান্য রাষ্ট্রপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোঃ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ অব্যাহত রাখতে বিশ্ববিদ্যালয় পরিবারসহ সংশ্লিষ্ট সকল মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।