বলরাম দাশ অনুপম :
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কক্সবাজার সদর উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ফেব্রুয়ারী) সকালে জেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত উক্ত বর্ধিত সভায় দ্রুত সময়ের মধ্যে সকল ইউনিয়ন কমিটির
সম্মেলন সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহিত হয়। সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডাঃ পরিমল কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টি এডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু। প্রধান বক্তা ছিলেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাবেক ট্রাস্টি অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন। সভায় বক্তারা বলেন-সংখ্যালঘুদের মঠ, মন্দির, শ্মশান রক্ষায় ঐক্য পরিষদ কাজ করে যাচ্ছে। শুধু তাই নয়, সেখানেই ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের উপর
অন্যায়-অত্যাচার, নির্যাতন হয় সেখানেই প্রতিরোধ গড়ে তোলে ঐক্য পরিষদ। তাই ঐক্য পরিষদের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে এগিয়ে যেতে হবে। বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন-জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান
ঐক্য পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য ডাঃ চন্দন কান্তি দাশ, জেমসেন বড়ুয়া, অমর বিন্দু বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন গুহ, স্বপন বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক কিশোর বড়ুয়া, জনি ধর, রাজনীতি বিষয়ক সম্পাদক শুভদত্ত বড়ুয়া, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সুজন শর্মা, আইনজীবি ঐক্য পরিষদের সদস্য সচিব এডভোকেট বাপ্পী শর্মা, ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক সজল দাশ, সদস্য
সচিব জয় বড়ুয়া। সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ
সম্পাদক বিন্ডু আচার্য্যর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত বর্ধিত সভায় বক্তব্যে রাখেন, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক বলরাম দাশ অনুপম, সহ-সভাপতি ডাঃ অজিত কান্তি দে, মনি কাঞ্চন দে, সাংগঠনিক সম্পাদক সবুজ কান্তি শীল, অর্থ সম্পাদক ছোটন শর্মা, সহ-অর্থ সম্পাদক প্রদীপ রুদ্র, সহ-সংযোগ বিষয়ক সম্পাদক ভুবন শীল, মহিলা বিষয়ক সম্পাদিকা রুপনা পাল, কর্মকর্তা এডভোকেট অশোক আচার্য্য, সমুন চৌধুরী আগুন, দিলীপ শর্মা, খুরুশকুল ইউনিয়নের সদস্য সচিব বিকাশ চন্দ্র দে, চৌফলদন্ডী ইউনিয়নের আহবায়ক উছাচিং রাখাইন
(এমইউপি), ভারুয়াখালীর আহবায়ক তপন শর্মা প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই গীতা ও ত্রিপিটক পাঠ করা হয়।