শাহেদ মিজান, সিবিএন:
কক্সবাজার পৌরসভার ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী মোরশেদ আহমদ বাবুর মরদেহ কক্সবাজার পৌর ভবন চত্বর আনা হয়েছে।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে লাশবাহী এ্যাম্বুল্যান্সে করে তার মরদেহ আনা হয়।

মরদেহ আনার পর মেয়র মুজিবুর রহমানের নেতৃত্ব পৌর পরিষদ শ্রদ্ধা নিবেদন করেন। বাবুর মুত্যুতে তিন দিনের শোক ঘোষণা করেছে কক্সবাজার পৌরসভা। এর অংশ হিসেবে মরদেহ পৌর ভবনে আনা হয় বলে জানিয়েছেন, মেয়রের প্রেস সেক্রটারি আহসান সুমন।

এসময় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিকসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্ট্রোক করে গত বৃহস্পতিবার বিকাল থেকে কক্সবাজার হাসপাতালে ভর্তি ছিলেন কাজী মোরশেদ আহমদ বাবু। ৪৮ ঘন্টা ধরে আইসিওতে জ্ঞানহীন অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার সন্ধ্যায় তাকে ক্লিনিক্যালি মৃত ঘোষণা করা হয়।

চিকিৎসকরা জানান, ভর্তির পর থেকে পুরোপরি অজ্ঞান অবস্থায় ছিলেন কাজী মোরশেদ আহমদ বাবু। বহু চিকিৎসা দেয়ার পরও অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তাই তাকে মৃতই ধরা হয়েছিলো। দুইদিন অপেক্ষার পর বেঁচে থাকার আশা শেষ হওয়ায় অবশেষে ক্লিনিক্যালি মৃত ঘোষণা করা হলো।