জাহেদ হাসান:
কক্সবাজার উত্তর বনবিভাগ অবৈধ করাতকল ও স্হাপনার বিরুদ্ধে দিনব্যাপী পৃথক অভিযান পরিচালনা করে বনভূমিতে অবৈধভাবে নির্মাণাধীন পাকা ঘর ও একটি করাতকল উচ্ছেদ করেছে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) কক্সবাজার উত্তর বন বিভাগের বাঘখালী রেঞ্জাধীন বাঘখালী বিটস্থ মনির ঝিল এলাকায় বনভূমিতে অবৈধভাবে নির্মাণাধীন ১ টি সেমি পাকা ঘর উ‌চ্ছেদ করা হয়।

অপর অভিযানে বাঘখালী রেঞ্জের বাঘখালী বিটের হা‌জীর পাড়ায় অবৈধভাবে স্থা‌পিত ১ টি স’‌মিল টাস্ক‌ফোর্স অ‌ভিযা‌নের মাধ্য‌মে উ‌চ্ছেদ করা হয়।

টাস্ক‌ফোর্স অ‌ভিযা‌নে উপ‌স্থিত ছি‌লেন, মোঃ সরোয়ার উদ্দীন সহকারী কমিশনার ( ভূমি)রামু, এ‌.কে.এম আতা এলাহী(ও‌সি)স্পেশাল টিম,কক্সবাজার উত্তর বন বিভাগ, মোঃ স‌রওয়ার জাহান রেঞ্জ কর্মকর্তা,বাঘখালী রেঞ্জ। অ‌ভিযা‌নে বাঘখালী রে‌ঞ্জের স্টাফগণ অংশগ্রহণ ক‌রেন।