সংবাদ বিজ্ঞপ্তিঃ
আজ মহান ২১ ফেব্রুয়ারি। মহান ‘শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’। বাঙালির মননে অনন্য মহিমায় ভাস্বর চিরস্মরণীয় একুশে ফেব্রুয়ারি, যা একই সঙ্গে এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে শহীদদের শাণিত ধারায় যে আলোকিত পথের উন্মোচন ঘটেছিল, সেই পথ ধরে এসেছিল স্বাধীনতা।

মহান ‘শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে সকল ভাষা শহীদদের স্মরণ করে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাজ্ঞলি অর্পণ করেছে কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ।

পরিষদের সাধারণ সম্পাদক শুভংকর বড়ুয়ার নেতৃত্বে ভোর সকালে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন পরিষদের নেতৃবৃন্দ।

এসময় পরিষদের উপদেষ্ঠা রবীন্দ্রনাথ বড়ুয়া, যুগ্ন সাধারণ সম্পাদক শ্যামল বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক বিপক বড়ুয়া বিটু, অর্থ সম্পাদক রাজু বড়ুয়া, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আশীষ বড়ুুয়া, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুনিত্য বড়ুয়া, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক সুমন বড়ুয়া, সদর শাখার সভাপতি ভুলু বড়ুয়া, সিনিয়র সহ-সভাপতি মালাউ রাখাইন, রামু শাখার সাধারণ সম্পাদক তুষিত বড়ুয়া প্রমূখ।