প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি রামু কাউয়ারখোপ ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা গোলাম কাদের ২০ ফেব্রুয়ারি রাত ৩.৩০ মিনিটে ইন্তেকাল করেছেন- ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একই দিন (শনিবার) সকাল ১১ টায় কাউয়ারখোপ কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে মরহুমের নামাযে জানাযা অনুষ্ঠিত হয়েছে। নামাযে জানাযায় জেলার বিশিষ্ট আলেম-ওলামা, জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক তৌহিদী জনতা শরীক হন। বড় ছেলে মাওলানা আতাউল্লাহ সাদ্দামের ইমামতিতে নামাযে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।

মাওলানা গোলাম কাদের রহ. রামু চাকমারকুল মাদ্রাসার মরহুম শায়খুল হাদীস ও পরিচালক আল্লামা শাহ আখতার কামাল রহ. এর জামাতা। তিনি কাউয়ারখোপ ইসলামিয়া তাজবিদুল কুরআন মাদ্রাসায় দীর্ঘসময় শিক্ষকতার খেদমতে ছিলেন। পরবর্তীতে কাউয়ারখোপ রিয়াজুচ্ছালিহাত বালিকা মাদ্রাসার সিনিয়র শিক্ষক হিসেবে দ্বীনি শিক্ষা বিস্তারে নিবেদিত ছিলেন। বরেণ্য এ আলেমেদ্বীনের ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নেজামে ইসলাম পার্টি ও ইসলামী ছাত্রসমাজের শোক:
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি রামু কাউয়ারখোপ ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা গোলাম কাদেরের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা আমীর মাওলানা হাফেজ ছালামতুল্লাহ, নায়েবে আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, নায়েবে আমীর মাওলানা হোসাইন আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব, যুগ্ম-সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদী, সহ -সাধারণ সম্পাদক মাওলানা ফরিদুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুব উল্লাহ নোমানী, রামু উপজেলা আমীর মাওলানা হাফেজ আব্দুর রহিম রাহী, নায়েবে আমীর মাওলানা আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মাওলানা শহীদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ আবু বকর ছিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মাওলানা জসিম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা হুমায়ুন কবির, কাউয়ারখোপ ইউনিয়ন সহ-সভাপতি মাওলানা ফরিদুল হক, ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, কক্সবাজার জেলা সভাপতি হাফেজ শওকত আলী, সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, যুগ্ম-সম্পাদক মুহাম্মদ জায়নুল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আতাউল্লাহ, শহর আহবায়ক এহছানুল হক, রামু উপজেলা সভাপতি মুহাম্মদ আব্দুল করিম, সাধারণ সম্পাদক মুহাম্মদ অলিউল্লাহ আরজু, সাংগঠনিক সম্পাদক হাফেজ আশরাফ হোসাইন, কাউয়ারখোপ ইউনিয়ন সমন্বয়ক মুহাম্মদ আমিন উল্লাহ প্রমুখ।

এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মাওলানা গোলাম কাদের রহ. ছিলেন বুযুর্গানেদ্বীনের সান্নিধ্যধন্য একজন বিজ্ঞ আলেমেদ্বীন। তিনি অত্যন্ত সাদামাটা জীবন যাপন করতেন। ন্যায়-নিষ্ঠা, আমানতদারিতা, দায়িত্বশীলতা, সদালাপচারিতা, ভদ্রতা, অতিথিপরায়ণতা তাঁর অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য । সারা জীবন তিনি ইলমে নবভী শিক্ষাদানে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। আকাবিরে দেওবন্দের হাতে গড়া ঐতিহ্যবাহী ইসলামী রাজনৈতিক দল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির প্রতি ছিল তাঁর গভীর অনুরাগ ও ভালোবাসা। তিনি নেজামে ইসলাম পার্টি কাউয়ারখোপ ইউনিয়ন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। সমাজ দরদী একজন আলেম হিসেবেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বরেণ্য এ আলেমেদ্বীনের ইন্তেকালে আমরা একজন সমাজসচেতন, দায়িত্বশীল আলেমেদ্বীনকে হারালাম। আমরা আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করি এবং শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাই।