চকরিয়া সংবাদদাতাঃ
ম্যানগ্রোভ এসেটস লিঃ এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৯ ফেব্রুয়ারি সকাল ১০টায় কক্সবাজার হোটেল কক্স হিলটন এর হলরুমে কোম্পানির সিইও এইচ, এম, সোহরাব মোস্তফা রিকন এর সঞ্চালনায় কোম্পানির চেয়ারম্যান আলহাজ্ব আরিফুর রহমান চৌধুরী মানিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এডভোকেট রিদওয়ানুল করিম,পরিচালক আব্দুল্লাহ আল ফারুক,নুরুজ্জামান মঞ্জু,মাহমুদুল করিম,আব্দুল হক,হামিদ হোসেন সেলিম। শেয়ারহোল্ডারদের মধ্যে বক্তব্য রাখেন আ.খ.ম. ছাদেক,সালেকুজ্জামান,হামিদুল হক,গিয়াস উদ্দিন প্রমুখ। সভায় কোম্পানির ৫০ জন শেয়ার হোল্ডারের মধ্যে ৪৪ জন উপস্থিত ছিলেন।সভায় সদস্যরা সর্বসম্মতভাবে কোম্পানি আইন ১৯৯৪ অনুসারে সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হককে পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক থেকে শেয়ারহোল্ডারদের প্রত্যক্ষ ভোটে অপসারণ করা হয় এবং সিইও এইচ,এম, সোহরাব মোস্তফা রিকনকে নতুন ব্যবস্থাপনা পরিচালক নির্বাচন করা হয়।
ম্যানগ্রোভ এসেটসের এজিএম সম্পন্ন
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
