সিবিএন ডেস্ক :
সমকালিন বাংলা কবিতার স্বতন্ত্র স্বর কবি মজিদ মাহমুদের সদ্য প্রকাশিত উপন্যাস ‘মেমোরিয়াল ক্লাব’ নিয়ে একটি সেমিনার আজ ১৯.২.২০২১ তারিখ রোজ শুক্রবার বেলা ১১ টায় কক্সবাজার হেমন্তিকা (হোটেল আল আমিন- ৩য় তলা) অনুষ্টিত হয়েছে। মেমোরিয়াল ক্লাব নিয়ে মুল প্রবন্ধ পাঠ করেছেন কবি জাহেদ সরওয়ার। আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কবি অমিত চৌধুরী, কবি ঋতিল মনীষা, কবি নিলয় রফিক, কবি আহমেদ সোলতান। উপস্থিত ছিলেন কবি সাইয়্যিদ মঞ্জু, কবি সুব্রত আপন, কবি মিজান মনির, কবি আকলিমা আখি, রাইসিনা অরসিনি সহ আরো অনেকে।
কবি মজিদ মাহমুদের ‘ মেমোরিয়াল ক্লাব’ বইয়ের আলোচনা সভা অনুষ্টিত
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
