প্রেস বিজ্ঞপ্তি:
উখিয়া অনলাইন প্রেসক্লাবের সদস্য সাংবাদিক শরীফ আজাদের উপর সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন কক্সবাজার অনলাইন প্রেসক্লাব।

বিবৃতিতে জানিয়েছেন, গত ১০ ফেব্রুয়ারি হিজলিয়া এলাকায় বেপরোয়া ডাম্পার চাপায় নিহত হয় উপজেলা পরিষদের অফিস সহকারী শাহ রেজা। একই ভাবে কুতুপালং এলাকায় ডাম্পার চাপায় নিহত হয় ২ রোহিঙ্গা শিশু।

এরপর পরিবেশের ভারসাম্য নষ্টকারী পাহাড় খেকো অবৈধ ডাম্পার সিন্ডিকেটের বিরুদ্ধে ধারাবাহিক নিউজ করে উখিয়া অনলাইন প্রেসক্লাবের সদস্যরা।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ১৮ ফেব্রুয়ারি রাত ১১ টার দিকে কোটবাজার চৌরাস্তার মোড়ে উখিয়া অনলাইন প্রেসক্লাবের সদস্য, সীমান্ত বাংলার সম্পাদক ও দৈনিক কক্সবাজার বার্তার উখিয়া প্রতিনিধি শরীফ আজাদের উপর পাইন্যাসিয়া এলাকার সন্ত্রাসী রুবেলের নেতৃত্বে ১০/১২ জনের সংঘবদ্ধ চক্র পরিকল্পিত ভাবে হামলা করে গুরুতর জখম করে।

ন্যাক্কারজনক এ ঘটনায় জড়িতদেরকে আইনের আওতায় এনে শাস্তির দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন কক্সবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আকতার চৌধুরী, সাধারণ সম্পাদক বিপ্লব কান্তি দে সুরেশ।