প্রেস বিজ্ঞপ্তিঃ
কক্সবাজারের উখিয়ায় অবৈধ ডাম্পার ও পাহাড় খেকোদের বিরুদ্ধে সংবাদ পরিবেষণ করায়, জালিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরীর ছেলে রুবেল ও তার ১০/১২ জন ভাড়াটিয়া গুন্ডা ও সন্ত্রাসী বাহিনী, হত্যার উদ্দেশ্যে রিপোর্টার্স ইউনিটি উখিয়া’র সভাপতি ও উখিয়া অনলাইন প্রেসক্লাবের সদস্য শরিফ আজাদের উপর হামলা চালিয়েছে।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১১ টার দিকে কোর্টবাজার স্টেশনের চৌরাস্তার মাথায় এ হামলা চালানো হয়। এসময় তিনি গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আহতের বড়ভাই সাংবাদিক কমরেড জসিম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ মানবাধিকার কমিশন উখিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দরা শুক্রবার(১৯ ফেব্রুয়ারী) এক বিবৃতিতে, হামলাকারী পাইন্যাশিয়ার নুরুল আমিন চেয়ারম্যান”র ছেলে রুবেলসহ পরিবেশনষ্টকারী পাহাড় খেকো ও অবৈধ ডাম্পার সিন্ডিকেট সদস্যদের শীঘ্রই আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।পাশাপাশি
এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিবেন বলে হুশিয়ারি প্রদান করেন।
উল্লেখ্য, কয়েকদিন আগে নুরুল আমিন চেয়ারম্যানের পুত্র সন্ত্রাসী রুবেলের অবৈধ ডাম্পার আটকের সংবাদ পরিবেশন করেছিলো সাংবাদিক শরীফ আজাদ।
শরিফ আজাদকে হামলায় মানবাধিকার কমিশন উখিয়ার নিন্দা ও ক্ষোভ
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
