মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলা প্রশাসন এর নতুন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসাবে বিদর্শী সম্বৌধি চাকমা (১৬৭২৩) কে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ১৮ ফেব্রুয়ারী জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত, ৬৯ নম্বর স্মারকে জারীকৃত এক প্রজ্ঞাপনে বিদর্শী সম্বৌধি চাকমা সহ একই পদমর্যাদার ৩ জন কর্মকর্তাকে দেশের বিভিন্ন জেলা প্রশাসনে অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।

কক্সবাজারে নতুন অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে নিয়োগ পাওয়া বিদর্শী সম্বৌধি চাকমা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ এর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসাবে ২০১৯ সালের ২৭ অক্টোবর থেকে অদ্যাবদি কর্মরত আছেন। তিনি বিসিএস (প্রশাসন) ২৯ তম ব্যাচের সদস্য।

প্রসঙ্গত, কক্সবাজার জেলা প্রশাসন এর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পদ ২ টি অনেক আগে থেকেই শূন্য রয়েছে। এছাড়া কক্সবাজার জেলা প্রশাসন এর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহা. শাজাহান আলি’কে সিনিয়র সহকারী সচিব হিসাবে পানি সম্পদ মন্ত্রণালয়ে বদলী করা হয়েছে।