সংবাদ বিজ্ঞপ্তি :

কক্সবাজার জেলার ঐত্যিবাহী জনকল্যানমুখী সংগঠন বাহার ছড়া নবজাগরণ সমিতির বার্ষিক মিলনমেলা ও বনভোজন  ২০শে ফেব্রুয়ারি শনিবার দিনব্যপী পর্যটন মোটেল শৈবাল সংলগ্ন ঝাউবাগানে আয়োজন করা হয়েছে।দিনব্যাপী অনুষ্ঠানে থাকবে সকাল ১১ টায় পারিবারিক খেলাধূলা ও প্রতিযোগিতা, বেলা দেড়টায় প্রীতিভোজ,  সাড়ে তিনটায় র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ।
মিলনমেলা সুন্দর ও সফল করার জন্য সমিতির  সকল সদস্যের প্রতি আহবান জানিয়েছেন সমিতির সভাপতি নুর মোহাম্মদ (পৌরসভার কাউন্সিলর) ও সাধারণ সম্পাদক জিয়াউল হক রানা।