আজিজ রাসেল:

বাংলাদেশ ছাত্রলীগ এর সাবেক ও ত্যাগী নেতাকর্মীদের সংগঠন ‘প্রাক্তন ছাত্রলীগ পরিষদ’ এর ব্যানারে জাঁকজমকভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে মিলনমেলা-২০২১। আগামী ১৯ ফেব্রুয়ারী বিকাল ৩ টায় সমুদ্র সৈকতের পার্শ্ববর্তী সুগন্ধা পয়েন্টে হোটেল দ্যা সী প্রিন্সেস এর সম্মেলন কক্ষে মিলনমেলা অনুষ্ঠিত হবে। এতে ৮০’র দশক থেকে সদ্য সাবেক কক্সবাজার জেলা ছাত্রলীগের ত্যাগী সকল নেতাকর্মীদের মিলনমেলা ঘটবে।

আয়োজনের প্রস্তুতিসহ সব নিয়ে  বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকালের জেলা আওয়ামী লীগের কার্যালয়ের এক সংবাদ সম্মেলন করা হয়েছে। সংবাদ সম্মেলনের শুরুতে টমটম চালক-শ্রমিকদের হামলায় আহত পৌর কাউন্সিলর, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রলীগ মাহবুবুর রহমান মাবুর উপর হামলা নিন্দা জ্ঞাপন করা হয়।

‘প্রাক্তন ছাত্রলীগ পরিষদ’ কক্সবাজার জেলা’র সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন আহমদ সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ‘প্রাক্তন ছাত্রলীগ পরিষদ’ কক্সবাজার জেলা’র সাধারণ সম্পাদক এড. রনজিৎ দাশ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক জেলা ছাত্রলীগ নেতা পাবলিক প্রসিকিউটর-পিপি এড. ফরিদুল আলম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, সদর আওয়ামী লীগের সভাপতি আবু তালেব, সাবেক জেলা ছাত্রলীগ নেতা অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, কাজী মোস্তাক আহমদ শামীম, আবদুল হক চৌধুরী, সাইফুল ইসলাম চৌধুরী, ফরহাদ ইকবাল, রতন দাশ, ইউনুছ বাঙালি, সাইফুদ্দিন, ডালিম বড়ুয়া, মহিদুল্লাহ, ওয়াহিদুর রহমান রুবেল, মোনাফ সিকদার ও মোরশেদ হোসাইন তানিম। সংবাদ সম্মেলন উপস্থাপনা করেন, সাবেক ছাত্রলীগ নেতা ও সাংবাদিক মহসিন শেখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৯ ফেব্রæয়ারি অনুষ্ঠিতব্য মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা। মিলনমেলার উদ্বোধন করবেন, কক্সবাজার মহুকুমা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।

এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সাবেক সাংসদ ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক মোস্তাক আহমদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন (সিআইপি), কক্সবাজার ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম(বিএ), কক্সবাজার ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, কক্সবাজার সংরক্ষিত আসনের মহিলা সাংসদ কানিজ ফাতেমা আহমদ, কক্সাবাজার ৪ আসনের সংসদ সদস্য শাহিন আক্তার, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কর্ণেল (অবঃ) ফোরকান আহমদ, কক্সবাজার সদর উপজেলার চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল।