মিজানুর রহমান :
আগামী বর্ষার আগেই কুতুবদিয়ার বেড়িবাঁধের কাজ শেষ করতে অনুরোধ জানালেন পানি উন্নয়নের বোর্ডের সিনিয়র সচিব কবির বিন আনুওয়ারকে কক্সবাজার জেলা আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী।
রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় কক্সবাজাররের জেলা প্রশাসকের শহিদ এটি এম জাফর উল্লাহ সম্মেলন কক্ষে জেলা আই সৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ কথা বলেন।
গতকাল জেলা আইন সৃঙ্খলা কমিটির সভায় পানি উন্নয়ন বোর্ড়ের সিনিয়র সচিব প্রধান অতিথি কবির বিন আনুয়ার ও সভাপতি জেলা প্রশাসক মামুনুর রশীদের সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্টিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে পানি উন্নয়ন বোর্ডের সিনিয়র সচিব কবির বিন আনুয়ার বলেন,কক্সবাজার জেলাকে মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা বিশ্বের সবচেয়ে উন্নতমানের শহর করার কথা ভাবছেন, যা ইতিমধ্যে আমরা কিছু উন্নয়নেরর মাস্টার প্ল্যান করেছি। এবং তিনি বলেন কক্সবাজারে এখনো যারা মাদকের সাথে জড়িত তাদের লিস্ট করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী সব জানেন এবং বুঝেন। তিনি মাদককে জিরু টলারেন্স করার এতো চেষ্টার পরেও কিছু দুশ্চরিত্র লোক এখনো রয়ে গেছে।
তিনি আরও বলেন,কক্সবাজারের কলাতলী পয়েন্ট থেকে লাবনী বিচ হয়ে নাজিরার টেক পর্যন্ত সমুদ্রে সৈকতের পাশ দিয়ে একটা দুই ল্যানের রাস্তা হবে। আর এই রাস্তার ভিতর হবে বিভিন্ন রেস্টুরেন্টে ও ওয়াশরুম।
সভায় অতিথিতের মাঝে বক্তরা বলেন,প্রধান অতিথির এই মাস্টার প্ল্যানের মাঝে যেন একটা মসজিদ ও একটা মন্দির রাখার অনুরোধও করেন।